সীতাকুণ্ডে যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

চার সন্ত্রাসীসহ ৬টি দেশীয় অস্ত্র, খালি কার্তুজ ৩৫ রাউন্ড, তাজা কার্তুজ ৫ রাউন্ড, চাইনিজ কুড়াল ১টি, ধারালো কিরিচ ২০টি, ওয়াকি-টকি চার্জার ২টি, মেগাফোন ১টি, প্যারাসুট ফ্লেয়ার ৪টিসহ অন্য অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও যন্ত্রপাতি উদ্ধার করেছে।

নজরুল ইসলাম, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

Location :

Chattogram
বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার |নয়া দিগন্ত

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে সেনা ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার ( ৩০ আগস্ট) ভোর ৪টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার জঙ্গল ছলিমপুরের ৯ নম্বর সমাজের রিনার ঘোনা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

‎আটক ব্যক্তিরা হলেন, বাঁশখালী উপজেলার চনুয়া গ্রামের ফয়েজ আহমদের ছেলে কামরুল হাসান রেদোয়ান (৩৫), কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ফকিরঝুম এলাকার নুর আলমের ছেলে রোমান (২৫), উপজেলার জঙ্গল সলিমপুর ৪ নম্বর সমাজের মোহাম্মদ মোরশেদের ছেলে আশিক (৩৫), নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার জয়নাল আবেদীনের ছেলে আমির ইসলাম (৪০)।

সেনাবাহিনী তাদের ভেরিফাইড ফেসবুক পেজে আসামি ও জব্দ অস্ত্রের ছবি পোস্ট করে জানায়, বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায়। ওই কারখানা থেকে চার সন্ত্রাসীসহ ৬টি দেশীয় অস্ত্র, খালি কার্তুজ ৩৫ রাউন্ড, তাজা কার্তুজ ৫ রাউন্ড, চাইনিজ কুড়াল ১টি, ধারালো কিরিচ ২০টি, ওয়াকি-টকি চার্জার ২টি, মেগাফোন ১টি, প্যারাসুট ফ্লেয়ার ৪টিসহ অন্য অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও যন্ত্রপাতি উদ্ধার করেছে। একইসাথে গ্রেফতার ব্যক্তিদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ‘সেনা ও পুলিশের যৌথ অভিযানে এ অস্ত্র ও সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা করা হয়েছে। অস্ত্র উদ্ধারের এ অভিযান অব্যাহত থাকবে।’