চলতি বছরের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষাবোর্ডের ৪৩টি কলেজ থেকে কেউ পাস করেনি। ২০২৪ সালের ফলাফলে শূন্য পাসের কলেজের সংখ্যা ছিল ২০টি।
এই ৪৩টি কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৮২। তবে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী কতজন তা জানা যায়নি।
বৃহস্পতিবার দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী এই ফলাফল জানান।
৪৩টি কলেজের ১০টি নীলফামারী জেলায়, ৯টি কুড়িগ্রাম জেলায়, ৪টি দিনাজপুর জেলায়, ৬টি ঠাকুরগাঁও জেলায়, ৫টি লালমনিরহাট জেলায়, ৪টি রংপুর জেলায়, ২টি গাইবান্ধা জেলায় ও ৩টি পঞ্চগড় জেলায়।
দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হারে ধস নেমেছে। এই বোর্ডে এবার পাসের হার ৫৭ দশমিক ৪৯ ভাগ। ২০২৪ সালে এখানে পাসের হার ছিল ৭৭ দশমিক ৫৬ ভাগ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ২০ দশমিক ৭ ভাগ।
দিনাজপুর বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন। যা ২০২৪ সালে ছিল ১৪ হাজার ২৯৫ জন।
এই বোর্ডে মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১ লাখ ৫৮ হাজার ৫১ জন। এর মধ্যে পাস করেছে ৬০ হাজার ৮৮২ জন। ছাত্রদের পাসের হার ৫২ দশমিক ৬৫ এবং ছাত্রী পাসের হার ৬১ দশমিক ৯২। বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ২৭ জন।



