লুৎফুজ্জামান বাবর

আমি মানুষের সেবা করতে এসেছি

‘জনগণের দায়বদ্ধতা থেকে নির্বাচনে আসলাম। আমার উচ্চ বিলাসি, অর্থবিত্তের প্রয়োজন নেই, আমি মানুষের সেবা করতে এসেছি।’

Location :

Madan Upazilla
নেত্রকোনায় মতবিনিময় সভায় লুৎফুজ্জামান বাবর
নেত্রকোনায় মতবিনিময় সভায় লুৎফুজ্জামান বাবর |নয়া দিগন্ত

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ‘জনগণের দায়বদ্ধতা থেকে নির্বাচনে আসলাম। আমার উচ্চ বিলাসি, অর্থবিত্তের প্রয়োজন নেই, আমি মানুষের সেবা করতে এসেছি।’

বুধবার (২১ জানুয়ারি) নিজ বাড়ি, বাড়িভাদেরা গ্রামে মদন উপজেলার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বলের সঞ্চালনায় প্রেস ক্লাব সভাপতি আল মাহবোব আলমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেস ক্লাব সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সামছুল আলম ভূঁইয়া,সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংবাদিক মোশাররফ হোসেন বাবুল, মো: মুহাইমিনুল ইসলাম টিটু, আলী উসমান, আ: কাইয়ুম, আলী আজগর পনির, আঙ্গুর ভূঁইয়া, ইমরান, জাকির হোসেন চৌধুরী, চ্যাম্পিয়ন, মো: মোহন মিয়া প্রমূখ।

এ সময় উপজেলা বিএনপির সম্মানিত সদস্য রমজান আলী মাস্টার, একান্ত সচিব মির্জা হায়দার আলী, আঞ্চলিক রাজনৈতিক প্রতিনিধি মাহমুদুল হাসান সভায় উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, আমার লক্ষ্য ও উদ্দেশ্য বেকার যুবক ও যুবতীদের বেকারত্ব দূর করা। আমি যেখান থেকে আপনাদের কাছে ফিরে এসেছি, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করছি। আমার কিছু চাওয়া পাওয়ার নেই। আমি নতুন জীবন ফিরে পেয়েছি। আমি যতদিন বেঁচে থাকবো মানুষের সেবা করব।’

ওই দিন তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি ও পৌর বিএনপির ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে দিন ব্যাপী নিজ বাড়িতে মতবিনিময় সভায় করেন।