ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় জুলাই শহীদ হাফেজ ইমরানের বাবা মো: ছোয়াব মিয়া (৫৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার নাসিরনগর সড়কের পুঁটিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছোয়াব মিয়া নাসিরনগর এলাকার বাসিন্দা।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে আয়োজিত বিএনপির সমাবেশে যাওয়ার উদ্দেশ্যে স্থানীয় এক ছাত্রনেতার সাথে মোটরসাইকেলে করে রওনা দেন ছোয়াব মিয়া। উপজেলার পুঁটিয়া ব্রিজ সংলগ্ন সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছোয়াব মিয়ার মৃত্যু হয়। দুর্ঘটনার পর সমাবেশে অংশ নিতে আসা জনতা ট্রাকটির পিছু ধাওয়া করে নাসিরনগর উপজেলার কুন্ডা এলাকায় গিয়ে চালকসহ ট্রাকটি আটক করেন।
এ বিষয়ে নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক চৌধুরী জানান, তিনি দুর্ঘটনার খবর পেয়েছেন এবং নিহতের পরিবার ও প্রশাসনের সাথে যোগাযোগ করছেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাটি সরাইল থানা এলাকায় ঘটেছে এবং সংশ্লিষ্ট থানার পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।



