নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শোডাউন করায় লোহাগাড়ায় বিএনপি প্রার্থীকে জরিমানা

শনিবার বিকেলে ওই প্রার্থী শোডাউন নিয়ে আমিরাবাদ সিটিজেন পার্কের সামনে এলে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।

মোছাদ্দেক হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম)

Location :

Chattogram
আচরণবিধি লঙ্ঘন করে শোডাউন করে বিএনপি প্রার্থী
আচরণবিধি লঙ্ঘন করে শোডাউন করে বিএনপি প্রার্থী |নয়া দিগন্ত

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তাফা আমীনকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে শোডাউন করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ওই প্রার্থী শোডাউন নিয়ে আমিরাবাদ সিটিজেন পার্কের সামনে এলে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।

জানা যায়, নাজমুল মোস্তফা আমিন নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত একটি দোয়া মাহফিলে অংশ নিতে যাচ্ছিলেন। এ সময় তার সাথে নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন নিয়ে উপস্থিতি হয় এবং আচরণবিধি পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। পরে পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন বলেন, ‘নির্বাচনী তফসিল ঘোষণার পর এ ধরনের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে ফলে আচরণবিধি লঙ্গনের দায়ে এ জরিমানা করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম জানান, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।’

বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেন, ‘আমি বেগম খালেদা জিয়ার রোগমুক্তির একটা মাহফিলের আয়োজন করেছি, সেখানেই যাচ্ছিলাম। এর আগে একটি ভিডিও বার্তায় সবাইকে দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলাম। আমি নিষেধ করার পরেও আমাকে ভালবেসে সকল নেতাকর্মী এবং আমজনতা আমার সাথে এসেছেন। ফলে কিছুটা জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। তবে আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল হয়ে আমি জরিমানা পরিশোধ করেছি।’