চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে বাসায় ঢুকে গাড়ি ও মালামাল লুট : আটক ৭

১০/১২ জন ডাকাত সাংবাদিক পরিচয় দিয়ে ৪তলা বাসায় প্রবেশ করে। বাসার দুই নারীকে ছোরা দিয়ে পণবন্দী করে প্রায় আড়াই ঘণ্টা ধরে ডাকাতি করে।

আরফাত বিপ্লব, চট্টগ্রাম ব‍্যুরো

Location :

Chattogram
ডাকাতির মামলায় গ্রেফতারকৃতরা এবং (ইনসেটে) উদ্ধার হওয়া গাড়ি
ডাকাতির মামলায় গ্রেফতারকৃতরা এবং (ইনসেটে) উদ্ধার হওয়া গাড়ি |সংগৃহীত

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় সাংবাদিক পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতি করা একটি প্রাইভেটকারসহ সকল মালামাল উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল মতিন রাসেল (৩৫), আশরাফুল ইসলাম সাহেদ (২৯), মমিন (২৮), শারমিন আক্তার রিমা (৩০), নুর মোহাম্মদ সাব্বির রকি (২২), মো: রোবেল হোসেন (৩১) ও মো: ফয়সাল (২২)।

পুলিশ জানায়, গত ১০ অক্টোবর দুপুরে খুলশী থানাধীন বিটিআই উইং সোর্ড বিল্ডিংয়ের গলিতে ১০/১২ জন ডাকাত সাংবাদিক পরিচয় দিয়ে ৪তলা বাসায় প্রবেশ করে। বাসার দুই নারীকে ছোরা দিয়ে পণবন্দী করে প্রায় আড়াই ঘণ্টা ধরে ডাকাতি করে। ডাকাতদল ওই বাসা থেকে একটি করলা ক্রস গাড়ি ও টাকাসহ বেশ কিছু মালামাল নিয়ে যায়।

এ ঘটনায় পরদিন খুলশী থানায় একটি মামলা হয়। পরে এটি তদন্তের জন্য ডিবি পুলিশকে দায়িত্ব দেয়া হয়।

ডিবির এসআই মো: মহিউদ্দিন রাজু বৃহস্পতিবার জানান, ‘নগরীর বায়েজিদ, ইপিজেড ও কোতোয়ালী থানাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সাতজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি করা করলা ক্রস গাড়ি ও টাকাসহ লুট করা সব মালামাল উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতি কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’