রংপুরে পুলিশ কর্মকর্তা ও সাবেক পলিটেকনিক শিক্ষকের সম্পত্তি ক্রোক

অভিযান পরিচালনাকারী দুদক সমন্বিত কার্যালয় রংপুরের উপপরিচালক শাওন মিয়া জানান, রংপুর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ফজলে খোদা মো: নাজিরের আদেশে এসব জমি, স্থাপনা ও মামলাল ক্রোক করে দুদক।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুর আইডিয়াল ইনসটিউট অব টেকনোলোজির দেয়ালে ক্রোক বিজ্ঞপ্তি সংবলিত সাইনবোর্ড টানিয়ে দেন দুদক কর্মকর্তারা
রংপুর আইডিয়াল ইনসটিউট অব টেকনোলোজির দেয়ালে ক্রোক বিজ্ঞপ্তি সংবলিত সাইনবোর্ড টানিয়ে দেন দুদক কর্মকর্তারা |নয়া দিগন্ত

রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের টেক ইলেকট্রনিক্স বিভাগের সাবেক ইন্সট্রাক্টর আবু হেনা মোস্তফা কামালের এক একর জমি-স্থাপনা এবং পুলিশের এক এসআইয়ের তিনতলা ভবনসহ ছয় শতক জমি ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে দুদক সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা তাদের বাড়িঘর, স্থাপনা এবং জমি ক্রোক করেন।

অভিযান পরিচালনাকারী দুদক সমন্বিত কার্যালয় রংপুরের উপপরিচালক শাওন মিয়া জানান, রংপুর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ফজলে খোদা মো: নাজিরের আদেশে এসব জমি, স্থাপনা ও মামলাল ক্রোক করে দুদক।

দুদক কর্মকর্তা আরো জানান, রংপুর আইডিয়াল ইনসটিউট অব টেকনোলোজি-রিটের কার্যক্রম পরিচালনা করতেন আবু হেনা মোস্তফা কামাল। তিনি নওগাঁর মহাদেবপুরের খাজুর জয়পুর এলাকার বাসিন্দা। বর্তমানে রংপুর নগরীর ধাপ লালকুঠি এলাকায় অবস্থিত সানলিড টাওয়ার এলাকায় বসবাস করেন। জমিসহ ওই স্থাপনার মূল্য ১০০ কোটি টাকারও বেশি। তার বিরুদ্ধে ২০২৩ সালে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।

অন্যদিকে এর আগে নগরীর জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পুলিশের এসআই দুলাল হোসেনের ছয় শতক জমিতে নির্মিত তিনতলা ভবনসহ সবকিছু ক্রোক করেন। এসব সম্পদের বর্তমান মূল্য ৩ কোটি টাকার বেশি। দুলালের বাড়ি লালমনিরহাট সদরের কুলাঘাটের শিবের কুটি এলাকায়। তার বিরুদ্ধে চলতি বছর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। তিনি এখন দিনাজপুর জেলার পার্বতীপুর থানায় কর্মরত।

দুদক কর্মকর্তা শাওন মিয়া আরো জানান, এসব সম্পদ এখন সরকারের। আদালতের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত ওই সম্পদ সরকারের অধীনে থাকবে।

রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলোজি-রিটের প্রিন্সিপাল শাকিনুর রহমান জানান, মালামাল ক্রোক হওয়া ভবনে রিট পলিটেকনিকের ক্লাস হয়। প্রতিষ্ঠানটি আবু হেনা মোস্তফা কামালের মালিকানাধীন। ক্রোক হওয়ার পর ক্লাস ও পরীক্ষা কোথায় হবে এই প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি।