মাদারীপুরের কালকিনিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

মাদারীপুরের কালকিনিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
মাদারীপুরের কালকিনিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
মাদারীপুরের কালকিনিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত |নয়া দিগন্ত

‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো দেশ’ এ স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ব্র্যাকের সার্বিক সহযোগিতায় সরকারি সমন্বয় অফিসের হলরুমে এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফউল আরেফিন।

এ ছাড়া বক্তব্য রাখেন- উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম মিলন, শিরাজুল ইসলাম, ইউপি সদস্য মো: শাহআলম মো: মিলন হাওলাদার মেহেদী হাসান, ব্র্যাকের সহকারী প্রোগ্রামার আরিফুল ইসলাম ও মো: বিল্লাল হোসেন প্রমুখ।