শিক্ষার্থীদের আবেদনে পরীক্ষার ফি কমিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়

অসুবিধার কথা বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের আবেদনে পরীক্ষার ফরম ফিলাপের বিভিন্ন খাতে বর্ধিত ফি কমিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
শিক্ষার্থীদের আবেদনে পরীক্ষার ফি কমিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়
শিক্ষার্থীদের আবেদনে পরীক্ষার ফি কমিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় |নয়া দিগন্ত

শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে তাদের অসুবিধার কথা বিবেচনায় নিয়ে পরীক্ষার ফরম ফিলাপের বিভিন্ন খাতে বর্ধিত ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম।

পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম জানান, সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহের ফরম ফিলাপের ক্ষেত্রে বিভিন্ন খাতে ফি বাড়ানো হয়। এ ব্যাপারে ছাত্র-ছাত্রীরা তাদের অসুবিধার কথা জানিয়ে ধার্য্যকৃত ফি কমানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফি বৃদ্ধির বিষয়টি আমলে নিয়ে তা শীঘ্রই সমাধান করার আশ্বাস দেন। এর প্রেক্ষিতে পরীক্ষার ফরম ফিলাপের বিভিন্ন খাতে ফি কমানোর সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি জানান, এই সিদ্ধান্ত চলতি অনার্স তৃতীয় বর্ষ থেকেই কার্যকর হবে। যারা ইতোমধ্যেই রেজিস্ট্রেশন করেছে, তাদের ফি সমন্বয় করা হবে। এতে বর্তমান ফি উল্লেখযোগ্যভাবে কমে আসবে। ইতোমধ্যেই শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো: মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।