পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) পৃথক দু’টি অভিযানে আমেনা বেগম (৩২) নামে এক নারী মাদককারবারিকে গ্রেফতার করে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের সরকারপাড়া গ্রামে ডিএনসির পঞ্চগড় জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় মনোয়ার হোসেনের (৩৯) বাড়িতে তল্লাশি চালানো হলে তিনি কৌশলে পালিয়ে যান। পরে স্বামীকে মাদক ব্যবসায় সহযোগিতার অভিযোগে তার স্ত্রী আমেনাকে গ্রেফতার করা হয়। এ সময় মনোয়ার হোসেনের বাড়ি থেকে ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে, ওই দিন সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের প্রধানপাড়া এলাকায় গোকুল রায়ের ছেলে বিকাশ রায়ের (৪১) বাড়িতে আরেকটি মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে বাড়ি তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে বিকাশ ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় তার বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এ অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক হাসিবুল হাসান। এ সময় সহকারী উপপরিদর্শক ইয়াছিন আলী ও বেলাল হোসেন, সিপাই, তরিকুল ইসলাম, শহীদ শুভ, ফাহিমুর রহমান (ফাহিম) ও সাকিব হাসানসহ ডিএনসির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মনিরুজ্জামান চৌধুরী জানান, অভিযানে গ্রেফতারকৃত নারীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মোট দু’টি মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।



