পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর সদস্য নিহত

হতাহত দু’জন সকালে মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। এ সময় তারা মোটরসাইকেল নিয়ে বাইপাস অতিক্রম করার সময় দ্রুত গতির হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী নাজমুস সাকিব ঘটনাস্থলেই নিহত হন।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Patiya
সড়ক দুর্ঘটনায় নৌবাহিনী সদস্য নিহত
সড়ক দুর্ঘটনায় নৌবাহিনী সদস্য নিহত |প্রতীকী ছবি

চট্টগ্রামের পটিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাংলাদেশ নৌ বাহিনীর ঈসা খাঁ পতেঙ্গায় কর্মরত এল এস নাজমুস সাকিব (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো হয়েছেন নাবিক ইকরাম হোসেন (২৯)।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সেয়ানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পটিয়া হাইওয়ে ক্রসিং পুলিশের পরিদর্শক মো: হারুনুর রশিদ জানান, হতাহত দু’জন সকালে মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। এ সময় তারা মোটরসাইকেল নিয়ে বাইপাস অতিক্রম করার সময় দ্রুত গতির হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী নাজমুস সাকিব ঘটনাস্থলেই নিহত হন এবং অপর আরোহী ইকরাম হোসেনকে (২৯) পটিয়া হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

তিনি আরো জানান, ঘাতক যাত্রীবাহী বাসটি শনাক্ত ও চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।