কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে ‘সততা স্টোরের’ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার আচমিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ সোহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন ভূইয়া সবুজ ও আচমিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈদুল ইসলাম বলেন, ‘দুদকের অর্থায়নে সততা স্টোর স্থাপনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার গুণাবলী বিকশিত করা। এই স্টোরগুলোতে কোনো বিক্রেতা থাকে না, এবং শিক্ষার্থীরা নিজেরাই জিনিসপত্র কেনে ও মূল্য পরিশোধ করে। এটি তাদের মধ্যে আত্ম-নিয়ন্ত্রণ ও সততার শিক্ষা দেয়।’
এসময় বক্তারা দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।