কুমিল্লার চান্দিনায় পুকুরের ডুবে আরিয়ান নামে ১৪ মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাতাঘাসী ইউনিয়নের মুরাদনগর গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত আরিয়ান মুরাদনগর গ্রামের মো: মজিবুর রহমানের তৃতীয় সন্তান। তিন ছেলে ও এক মেয়ের মধ্যে আরিয়ান সবার ছোট।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে খেলার সময় অসাবধানতাবশত পাশের পুকুরঘাটে চলে যায় শিশু আরিয়ান। মুহূর্তের মধ্যে পা পিছলে পুকুরে পড়ে যায় সে। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে খুঁজে পেয়ে উদ্ধার করে দ্রুত দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরিয়ানের বাবা মজিবুর রহমান বলেন, ‘আমার ছোট ছেলেটা হাঁটতে শিখছিল, মুখে মিষ্টি করে মা-বাবা ডাকত। ওকে আর একবারও কোলে নিতে পারব না, এটা ভাবতেই পারছি না।’ এ কথা বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি
শিশু আরিয়ানের মৃত্যুর পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুপুরে নামাজে জানাজা শেষে শিশুটির লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান পরিবারের সদস্যরা।



