কিশোরগঞ্জ মডেল মসজিদের ইমাম জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম হিসেবে পুস্কার তুলে দেয়া হয়।

ফখর উদ্দিন ইমরান বেলট, কটিয়াদী (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
পুরস্কার তুলে দিচ্ছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন
পুরস্কার তুলে দিচ্ছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন |নয়া দিগন্ত

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মো: কামাল উদ্দিন।

রোববার (২৯ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম হিসেবে পুস্কার তুলে দেয়া হয়।

এ সময় জাতীয় হিফজুল কোরআন ও সীরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলনে প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন তাকে এ পুরস্কার তুলে দেন।

সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ: ছালাম খানের সভাপতিত্বে হিফজুল কোরআন ও সীরাত প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের বিজয়ী তিন গ্রুপের নয়জন করে প্রতিযোগী এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে জাতীয় পর্যায়ে তিনজন শ্রেষ্ঠ ইমাম, বিভাগীয় পর্যায়ে ২৪ জন, জেলা পর্যায়ে ১৯২ জন ইমাম এবং ৬৪ জন শ্রেষ্ঠ খামারি ইমামকে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

কটিয়াদী মডেল মসজিদের ইমাম মাওলানা মো: কামাল উদ্দিন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় কটিয়াদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।