কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে আপন ভাতিজার লাথির আঘাতে বৃদ্ধ চাচা মোহাম্মদ কালু (৮০) নিহত হয়েছেন।
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কাকারা ইউনিয়নের সাকের মোহাম্মদ চর স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ কালু কাকারা ইউনিয়নের সাকের মোহাম্মদ চর এলাকার মকবুল আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মোহাম্মদ কালুর সাথে ভাতিজা আলী আহমদ মাস্টারের মধ্যে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে চাচা-ভাতিজার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হলে ভাতিজার লাথির আঘাতে বৃদ্ধ মোহাম্মদ কালু মাটিতে পড়ে যান। স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।’
তিনি আরো বলেন, ‘ঘটনার সাথে জড়িত আলী আহমদ মাস্টারকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেয়া হবে।’



