কুমিল্লার বুড়িচংয়ে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দু’টি ইটভাটা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২০ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের নেতৃত্বে ও পরিবেশ অধিদফতর কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়।
সূত্রে জানা যায়, অভিযানে নিষিদ্ধ এলাকায় অবস্থিত হওয়ায় সংশ্লিষ্ট ইটভাটাসমূহের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এ সময় এলাকায় অবস্থিত মেসার্স ফাইভ স্টার ব্রিকস নামক ইটভাটার চিমনি ভেঙে দেয়া হয় এবং কিলন (চুল্লি) উচ্ছেদপূর্বক ভাটাটির সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। একইভাবে কালাকচুয়া এলাকায় অবস্থিত মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ নামক ইটভাটার চিমনি ভেঙে কিলন উচ্ছেদ করে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: তানভীর হোসেন। অভিযানে পরিবেশ অধিদফতর কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জনাব মো: রায়হান মোর্শেদ, পরিদর্শক জনাব জোবায়ের হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী, বুড়িচং থানা পুলিশ এবং আনসার সদস্যরা।



