নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদকের মৃত্যুতে গফরগাঁও প্রেস ক্লাবের শোক

দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে ময়মনসিংহের গফরগাঁও প্রেস ক্লাব।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Mymensingh
নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিন
নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিন |নয়া দিগন্ত

দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে ময়মনসিংহের গফরগাঁও প্রেস ক্লাব।

শনিবার (২৩ আগস্ট) তারা এ শোক প্রকাশ করেন। এর আগে এদিন দুপুর দেড়টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজকের পত্রিকার সাংবাদিক ও সংগঠনের আহ্বায়ক রোবেল মাহমুদ ও সংগ্রাম পত্রিকার সাংবাদিক ও সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল আনসারী এবং নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক রফিকুল ইসলাম খান এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

শোকবার্তায় গফরগাঁও প্রেস ক্লাবের নেতারা বলেন, ‘আলমগীর মহিউদ্দিন ছিলেন একজন সাহসী সাংবাদিক, যিনি সৎ ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির জন্য অসামান্য অবদান রেখে গেছেন। অন্যায়ের বিরুদ্ধে তার কলম ছিল সর্বদা প্রতিবাদী, তিনি কখনো আপস করেননি।

আমরা মরহুমের রুহের শান্তি কামনা করছি।’