স্ত্রীকে পরকীয়া থেকে ফেরাতে না পেরে যুবকের আত্মহত্যা!

নিহতের পরিবারের দাবি- স্ত্রীকে পরকীয়ার সম্পর্ক থেকে ফেরাতে না পেরে রুম্মান গলায় ফাঁস দিয়েছেন। যদিও তার স্ত্রী এ অভিযোগ অস্বীকার করেছেন।

‎মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Pirojpur
স্ত্রীকে পরকীয়া থেকে ফেরাতে না পেরে যুবকের আত্মহত্যা!
স্ত্রীকে পরকীয়া থেকে ফেরাতে না পেরে যুবকের আত্মহত্যা! |প্রতীকী ছবি

পিরোজপুরের মঠবাড়িয়ায় নিজ বসত ঘরের আড়ায় ফাঁস লাগানো রুম্মান হোসেন (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার সকালে উপজেলার ধাণীসাফা বাজারের নিজ বসত ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রুম্মান উপজেলার ধানীসাফা গ্রামের কবির হোসেনের ছেলে।

নিহতের পরিবারের দাবি- স্ত্রীকে পরকীয়ার সম্পর্ক থেকে ফেরাতে না পেরে রুম্মান গলায় ফাঁস দিয়েছেন। যদিও তার স্ত্রী এ অভিযোগ অস্বীকার করেছেন।

থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, যুবক রুম্মান গত কয়েক দিন ধরে মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে গভীর রাতে বাসায় ফিরে ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে ধারনা করা হচ্ছে।

রুম্মানের বাবা কবির হোসেন হাওলাদার অভিযোগ করেন, তার ছেলের স্ত্রীর পরকীয়ার কারণে তার ছেলে মারা গেছে। ছেলের বউ নাছরিনের সাথে বাজারের এক ব্যবসায়ীর দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিল। অনেকবার নিষেধ করেও পরকীয়া থেকে ছেলের বউকে ফেরাতে পারেনি। এ নিয়ে স্থানীয়ভাবে শালিস বৈঠকও হয়। একপর্যায়ে ওই ব্যবসায়ীকে রুম্মান তার স্ত্রীর সাথে সম্পর্কে না জড়ানোর কথা বললে ব্যবসায়ীর সাথে দ্বন্দ্বে জড়ায় সে। এর জের ধরে ওই ব্যবসায়ী রুম্মানের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় চাঁদাবাজির লিখিত অভিযোগ করে তাকে হয়রানি করে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।