মান্দা (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর মান্দায় মাদক কারবারিতে নিষেধ করায় ছেলের মারধরের শিকার হয়ে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন একাব্বর হোসেন(৬৫) নামে এক অসহায় বাবা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর শাহপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি শ্রীরামপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। তার ছেলে মিনহাজুল ইসলামের (৩৫) হাতে মারধরের শিকার হন তিনি।
স্থানীয়রা জানান, মিনহাজুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত । এ নিয়ে একাধিকবার বাবা একাব্বর হোসেন নিষেধ করলেও মিনহাজ শোনেননি। বৃহস্পতিবার সন্ধ্যায় এ নিয়ে বাবা-ছেলের মধ্যে চরম বাকবিতন্ডা হয়। একপর্যায়ে মিনহাজুল ইসলাম তার বাবাকে মারধর করেন।
এ ঘটনায় লজ্জা ও অপমানে মানসিকভাবে ভেঙে পড়েন একাব্বর হোসেন। সেই অপমান, লজ্জা ও ক্ষোভে তিনি বিষের ট্যাবলেট খান। অসুস্থ অবস্থায় স্বজনেরা প্রথমে তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার সময় মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায় পৌঁছালে তিনি মারা যান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘সংবাদ পেয়ে শুক্রবার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়েছে।’