দুর্নীতি চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে দাঁড়িপাল্লাকে ভোট দিতে হবে : দেলাওয়ার হোসেন

মঙ্গলবার বিকেলে সদর উপজেলার পাটিয়াডাঙ্গী বাজার সংলগ্ন মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাফিক সরকার, ঠাকুরগাঁও

Location :

Thakurgaon
নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন দেলাওয়ার হোসেন
নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন দেলাওয়ার হোসেন |নয়া দিগন্ত

ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন বলেছেন, ‘পাঁচ আগস্টের আগে সমাজের প্রতিটি স্তরে আমরা যেভাবে দুর্নীতি, টেন্টারবাজ, জুলুমবাজ আর চাঁদাবাজ দেখেছিলাম, এখনো তেমনিই দেখছি। সব আগের মতোই আছে, শুধু হাত বদল হয়েছে। আগামী দিনে যদি আপনারা একটি চাঁদাবাজ, দুর্নীতিবাজ মুক্ত ন্যায়-ইনসাফের সমাজ চান, তাহলে আপনাদেরকে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে।’

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার পাটিয়াডাঙ্গী বাজার সংলগ্ন মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘এবার আপনাদেরকে সিদ্ধান্ত নিতে, সমাজে আগের মতোই, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, লুটপাট চলতেই থাকবে, কৃষকরা বঞ্চিত হতেই থাকুক, নাকি এর থেকে আপনারা রেহাই চান। যদি এসব থেকে মুক্তি চান তাহলে আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে সমাজ থেকে সকল অপশক্তিকে বিদায়ের পক্ষে রায় দিবেন। আমরা তাদের সমাজ থেকে রাষ্ট্র থেকে নির্মূল করতে চাই।’

বিশ্ববিদ্যালয়সমূহ থেকে ইতোমধ্যেই তারা প্রত্যাখ্যাত হয়েছে উল্লেখ করে দেলাওয়ার হোসেন বলেন, ‘ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা তাদের প্রত্যাখান করেছে। ছাত্র-ছাত্রীরা চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজদের প্রত্যাখান করে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলকে বিজয়ী করেছে। আগামী নির্বাচনে ১২ কোটি ভোটারের মধ্যে প্রায় চার কোটি ভোটারই কিন্তু তরুণ যুব সমাজ। তারা আগামী ১২ ফেব্রুয়ারির অপেক্ষায় আছে। বিশ্ববিদ্যালয়ে যেভাবে শিবিরকে বিজয়ী করেছে, তেমনিভাবে তারা জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সকল প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করবে। এর মাধ্যমে প্রমাণ হবে, আমরা বাংলাদেশের এক ইঞ্চি জমিও চাঁদাবাজ, দুর্নীতিবাজদের হাতে ছেড়ে দিতে পারি না।’

জামায়াতের নেতাকর্মীদের ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লায় ভোটের ক্যাম্পেইন করতে একটি দল বাধা দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘ভোট চাওয়ার অধিকার রাষ্ট্র আমাদের দিয়েছে। আমরা প্রতিটি মানুষের কাছে ভোট চাইব। কেউ আমাদের বাধা দিলে প্রতিরোধের দেয়াল গড়ে তুলব। আমরা ধৈর্য্য ধারণ করে আছি। এটাকে যদি দুর্বলতা মনে করেন, তাহলে ভূল করবেন। এই জামায়াত-শিবির ও সাধারণ জনগণ জেগে উঠলে আপনারা পালাবার জায়গা খুঁজে পাবেন না।’

সমাবেশে আরো বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, জেলা এনসিপির সভাপতি রফিকুল ইসলাম, শহর ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান। এ সময় বিপুল সংখ্যক নারী-পুরুষ সমাবেশে উপস্থিত ছিলেন।