সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম শফি (৪৫) নামে এক মাইক্রোচালক নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের ১০ নম্বর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
শফিকুল ইসলাম সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌর সদরের মরহুম গন্জের আলী ফকিরের ছেলে।
তাড়াশ উপজেলা মাইক্রোবাস মালিক ও চালক সমবায় সমিতির লিঃ সাধারণ সম্পাদক সোহেল রানা সোহাগ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কাছিকাটা এলাকা ভাড়ায় যাত্রী নিয়ে ঈদের পরে কক্সবাজার যান। ভ্রমণ শেষে ভোর রাতের দিকে যাত্রী নামিয়ে মাইক্রোবাস নিয়ে তাড়াশের উদ্দেশ্য রওনা দেন। পথে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের ১০ নম্বর ব্রিজের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় চালক শফিকুল ইসলাম গুরুতর আহত হন। তাকে বনপাড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।
গুরুদাসপুর ফায়ার সার্ভিসের সহকারী লিডার মো: আলম হোসেন বলেন, খবর পেয়ে আমার ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় মাইক্রোবাসের চালককে হাসপাতালে ভর্তি করি।