দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

চরচিলমারী বিওপি এলাকায় বাংলাদেশের ৫০ গজ অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করেন এম বাবু। এ সময় বিজিবির নিয়মিত টহল দল তাকে আটক করে।

আহাদ আলী নয়ন, দৌলতপুর (কুষ্টিয়া)

Location :

Kushtia
ভারতীয় নাগরিক আটক
ভারতীয় নাগরিক আটক |নয়া দিগন্ত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে এম বাবু নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার চরচিলমারী এলাকা থেকে ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়।

আটক বাবু ভারতের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার সারগাছি আশ্রম গ্রামের বাসিন্দা এবং একই এলাকার মরহুম আব্দুল আজিজ শেখের ছেলে।

বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ চরচিলমারী বিওপি এলাকায় বাংলাদেশের ৫০ গজ অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করেন এম বাবু। এ সময় বিজিবির নিয়মিত টহল দল তাকে আটক করে। পরে মামলা করা করে তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতপুর থানায় মামলা করাসহ ভারতীয় নাগরিককে হস্তান্তর করেছে বিজিবি। আইনিপ্রক্রিয়া অনুসরণ করে তাকে জেলহাজতে পাঠানো হবে।