সৈয়দপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

রাতে শহরের মিস্ত্রিপাড়ার মন্দির রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী)

Location :

Saidpur
আটক মাদক কারবারিরা
আটক মাদক কারবারিরা |নয়া দিগন্ত

নীলফামারীর সৈয়দপুরে অভিযানে এক হাজার ২৪ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১০ জানুয়ারি) রাতে শহরের মিস্ত্রিপাড়ার মন্দির রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মোহাম্মদ হোসেনের ছেলে খুরশিদ হোসনে (৩০), তার স্ত্রী জেমি ও শ্যালক মোহাম্মদ টেনি।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির ছাদে থাকা একটি টুলের পায়ার ভেতর বিশেষ কৈাশলে রাখা পলিথিনে মোড়ানো এক হাজার ২৪ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় ওই তিন জনকে আটক করা হয়েছে। আটক খুরশিদকে এর আগেও ইয়াবাসহ আটক করা হয়েছিল।

নীলফামারীর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটক খুরশিদ পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।