চট্টগ্রামে ডলার-ইউরোসহ কয়েক কোটি টাকার জাল নোট উদ্ধার

মঙ্গলবার (১৪ অক্টোবর) নগরের বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার নুরনগর হাউজিং সোসাইটির একটি বিল্ডিংয়ের ফ্ল্যাটে অভিযান চালায় র‌্যাব-৭-এর একটি টিম।

আরফাত বিপ্লব, চট্টগ্রাম ব‍্যুরো

Location :

Chattogram City
জাল নোটসহ র‌্যাবের হাতে আটক তামজিদ
জাল নোটসহ র‌্যাবের হাতে আটক তামজিদ |নয়া দিগন্ত

চট্টগ্রামে ডলার, ইউরোসহ কয়েক কোটি টাকার জাল নোট উদ্ধার করেছে র‌্যাব। এসময় তামজিদ নামে এক যুবককেও আটক করেছে র‌্যাব-৭-এর আভিযানিক দল।

মঙ্গলবার (১৪ অক্টোবর) নগরের বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার নুরনগর হাউজিং সোসাইটির একটি বিল্ডিংয়ের ফ্ল্যাটে অভিযান চালায় র‌্যাব-৭-এর একটি টিম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তামজিদ জানিয়েছে, শুটিং পারপাসে এই মুদ্রাগুলো নগরীর আন্দরকিল্লার অংকুর প্রিন্টার্স থেকে তৈরি করা হতো এবং তা দারাজের মাধ্যমে বিক্রি করা হতো। গত চার মাস ধরে এ অবৈধ জাল নোট তৈরি ও বিপণনের কাজে যুক্ত ছিলেন তিনি।

র‌্যাব জানিয়েছে, অভিযানে তার কাছ থেকে সাতটি মোবাইল, সাতটি ক্রেডিট কার্ড, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত কিছু জাল নোটে ‘শুটিং’ শব্দ লেখা থাকলেও অনেক নোটে তা লেখা ছিল না। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী কেউ শুটিং বা অন্য কোনো উদ্দেশ্যে জাল নোট তৈরি করার এখতিয়ার রাখে না।

জানা গেছে, এই ভাড়া বাসায় বহুদিন যাবত নকল টাকা ছাপানোর কাজ করছিলেন অভিযুক্তরা। তারা আন্দরকিলার প্রেসের দোকান থেকে নকল টাকা ছাপানোর কার্যক্রম চালাচ্ছিল। তামজিদের সাথে এই অপকর্মে আর কে কে জড়িত আছে তা তদন্ত করা হচ্ছে বলেও জানা গেছে।