নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের নামে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে : সেলিম ভূইয়া

‘মানুষের কাছে বেহেশতের টিকিট বিক্রি করে মন জয় করতে চায় তারা। নির্বাচনে সাড়া না পেয়ে এখন পিআর পদ্ধতিতে ভোট চাচ্ছে—যাতে কিছু আসন আদায় করা যায়।’

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Debidwar
নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের নামে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে : সেলিম ভূইয়া
নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের নামে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে : সেলিম ভূইয়া |নয়া দিগন্ত

বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেছেন, ‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে অন্তর্বর্তী সরকারের নামে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। যে দলটি ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছে। তারা এখন আবার গণতন্ত্রের বিরোধিতা করছে।’

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাশারিখলা মাদ্রাসা মাঠে বিএনপি নেতা মরহুম আউয়াল খানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেলিম ভূইয়া অভিযোগ করে বলেন, ‘মানুষের কাছে বেহেশতের টিকিট বিক্রি করে মন জয় করতে চায় তারা। নির্বাচনে সাড়া না পেয়ে এখন পিআর পদ্ধতিতে ভোট চাচ্ছে—যাতে কিছু আসন আদায় করা যায়।’

তিনি আরো বলেন, ‘এক সময় তারা আমাদের সাথে স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছিল। জেলও খেটেছে। অথচ এখন সেই স্বৈরাচারের লোকজন ও ষড়যন্ত্রকারীদের দলে টানছে। জামায়াতের সাম্প্রতিক সমাবেশে অর্ধেক লোকই ছিল আওয়ামী লীগের—তাদের টুপি-পাঞ্জাবি পরিয়ে গাড়িভাড়া দিয়ে সমাবেশে নেয়া হয়েছে।’

শোকসভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এমএ আউয়াল খান। পরিচালনায় ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ও যুবদল নেতা আরিফুর রহমান আরিফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য মোস্তাক খান সফরি, একরামুল হক বিপ্লব, অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আহসান উদ্দিন খান শিপন, যুবদলের সহ-সভাপতি টিপু মোল্লা।

এছাড়াও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকার, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী, যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শাহ আলম চৌধুরী, ছাত্রদলের মোফাজ্জল হোসেন বশির, মমিনুল ইসলাম জিসান ও ইসমাইল খান শাহিন।