গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি সুফিয়ান আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১১টার দিকে শহরের শাহপরাণ উপশহর আবাসিক এলাকায় বোনের বাসা থেকে থাকে গ্রেফতার করা হয়।
নয়া দিগন্তকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
উল্লেখ্য, সুফিয়ান গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের কমর উদ্দিন এর ছেলে ও বাংলাদেশ ছাত্রলীগ গোয়াইনঘাট উপজেলা শাখার সর্বশেষ কমিটির সভাপতি ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের অনুসারী ছিলেন।
তিনি ৫ আগস্ট পূর্ববর্তী জাফলংয়ে সাধারণ ছাত্রদের উপর হামলার নেতৃত্ব দিয়েছিলেন এবং তার বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় বিজিবির ক্যাম্প লুটসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে।



