প্রতিটি মুসলমানের জন্য উত্তম জীবনাদর্শ হচ্ছেন সৃষ্টির সেরা নিদর্শন, মহামানব হযরত মোহাম্মদ সা:। তাঁর গোটা বাস্তব জীবনকে বলা হয় ‘সীরাত’। যা একজন মুমিনের জন্য একটি অতুলনীয় পাথেয়। আর তেমনি ইসলামী সংস্কৃতি হলো আমাদের শেকড়, আমাদের চেতনার স্তম্ভ।
সীরাতের পাথেয় ও ইসলামের সংস্কৃতিক চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে বহ্মপুত্রের ধারে ময়মনসিংহের কওমী মাদরাসা শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত হচ্ছে ‘সীরাতুন্নবি সা: আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
নগরীর টাউন হল প্রাঙ্গণে রোববার বিকেল থেকে রাত পর্যন্ত চলবে এই আয়োজন। যেখানে সীরাতের আলোকে জীবন গড়ার দিকনির্দেশনা দিতে উপস্থিত থাকবেন দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও শিক্ষাবিদগণ।
সভাপতিত্ব করবেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর জেলা শাখার সভাপতি মুফতি মুহিবুল্লাহ।
ইসলামী সাংস্কৃতির স্বাদ দিতে উপস্থিত হবেন বাংলাদেশ ও ময়মনসিংহের বিভিন্ন শিল্পীগোষ্ঠী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। যাদের সুরের মূর্ছনায় মোহময় হতে উঠবে রাত।
আয়োজনের ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন জানান, ‘আদর্শ জীবন গড়তে সীরাতের বিকল্প নেই৷ ফলে সীরাতের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিতেই তাদের এই প্রচেষ্টা। যাতে করে সবার জীবন হয়ে উঠে অনেক বেশি সুন্দর।’
একই সাথে তিনি তাদের আয়োজনে অংশ নিতে সবাইকে আমন্ত্রণ জানান।