আনোয়ারায় বসতঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারায় নিজ বসতঘর থেকে মাহবুব আলম নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
আনোয়ারা থানা, চট্টগ্রাম
আনোয়ারা থানা, চট্টগ্রাম |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বসতঘর থেকে মাহবুব আলম (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে আনোয়ারা থানাধীন ১নম্বর বৈরাগ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের গুয়াপঞ্জক এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত মাহবুব আলম মরহুম আবদুল হকের ছেলে। তিনি মধ্যম গুয়াপঞ্জক গ্রামের ফজু তালুকদার বাড়ির বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের অন্য সদস্যরা নিজ নিজ কাজে বাইরে থাকায় তিনি ঘরে একা ছিলেন। পরে তার স্ত্রী ঘরে ঢুকে বসতঘরের সিলিংয়ের সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। এরপর তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয়দের জানানো হয়।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে এবং পুলিশকে অবহিত করে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের সাথে কারও কোনো বিরোধ কিংবা পারিবারিক কলহ ছিল না। কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েদ চৌধুরী জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।