রাঙ্গামাটির ঝুলন্ত সেতু পানির নিচে, দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা

নিরাপত্তার কথা বিবেচনায় এনে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙ্গামাটি পর্যটন কর্তৃপক্ষ।

পুলক চক্রবর্তী, রাঙ্গামাটি

Location :

Rangamati
কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে রাঙ্গামাটির ঐতিহাসিক ঝুলন্ত সেতুর পাটাতন
কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে রাঙ্গামাটির ঐতিহাসিক ঝুলন্ত সেতুর পাটাতন |নয়া দিগন্ত

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে হঠাৎ পানি বেড়ে যাওয়ায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে গেছে রাঙ্গামাটির ঐতিহাসিক ঝুলন্ত সেতুর পাটাতন। ফলে নিরাপত্তার কথা বিবেচনায় এনে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙ্গামাটি পর্যটন কর্তৃপক্ষ।

বুধবার রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, গত মধ্যরাতে হ্রদের পানি বেড়ে সেতুর পাটাতন ডুবে যায়। এখনো বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় কাপ্তাই হ্রদের পানি দ্রুতগতিতে বাড়ছে। এমন পরিস্থিতিতে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে আজ (বুধবার) থেকে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

তিনি জানান, কাপ্তাই হ্রদের পানি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

উল্লেখ্য, ১৯৮৬ সালে নির্মিত ‘সিম্বল অব রাঙ্গামাটি’ খ্যাত এই ঝুলন্ত সেতুটি প্রতি বর্ষায় পানির উচ্চতা বাড়লে পানিতে ডুবে যায়।