ফেনীর দাগনভূঞা উপজেলার মমারিজপুর উচ্চ বিদ্যালয়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন প্রশিক্ষণ উদ্বোধন করেন।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুর রহিম, অভিভাবক সদস্য কাউসার চৌধুরী, ক্রীড়া শিক্ষক অনিমেষ দে, ব্যবসায়ী মহিদ চৌধুরী ও আবুল কালাম প্রমুখ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলা ফুটবল প্রশিক্ষক তৌহিদুল ইসলাম তুহিন ও নাসির উদ্দিন প্রশিক্ষণ পরিচালনা করছেন। বিদ্যালয়ের ২৮ জন শিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশ নিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম জানান, শিক্ষার্থীদের খেলাধুলায় দক্ষতা বাড়াতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই।