চুনারুঘাটে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২

‘নিহত ও অভিযুক্তরা পরস্পরের আত্মীয়। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা

Location :

Chunarughat
চুনারুঘাটে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২
চুনারুঘাটে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২ |নয়া দিগন্ত

হবিগঞ্জের চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে চেরাগ আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত এবং আহত আরো দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার মদিরকোনা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মদিরকোনা গ্রামের একটি জমি নিয়ে তার আপন বোন নুরুন্নাহারের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। ঘটনার দিন সকালে চেরাগ আলী, মেরাজ মিয়া (৪৬) ও সমিজ আলী (৫০) ধানের চারা রোপণ করছিলেন। এসময় প্রতিপক্ষের কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। গুরুতর আহত চেরাগ আলীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত মেরাজ মিয়া প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। তবে সমিজ আলী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে বৃহস্পতিবার দুপুরে সদর হাসপাতালে দ্বিতীয়বার হামলার চেষ্টা হয় বলে জানা গেছে। পরে পুলিশ সদর হাসপাতাল থেকে চুনারুঘাটের বাসুল্লাহ এলাকার অভিযুক্ত ইয়াছিন আহমেদ ওরফে জুলকাশ (২২) এবং মো: আকরামকে (২২) আটক করে।

চুনারুঘাট থানার ওসি নুর আলম বলেন, ‘নিহত ও অভিযুক্তরা পরস্পরের আত্মীয়। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’