ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী মিন্টুকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩, আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবুল আউয়াল মিন্টুকে প্রার্থী ঘোষণা করায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Sonagazi
ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী মিন্টুকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল
ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী মিন্টুকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩, (সোনাগাজী-দাগনভুঞা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবুল আউয়াল মিন্টুকে প্রার্থী ঘোষণা করায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সোনাগাজী পৌর শহরের প্রধান প্রধান সড়কে এ শুভেচ্ছা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা ও আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আব্দীন বাবলু ও সদস্য সচিব সৈয়দ আলম ভুঞা, পৌর বিএনপির আহবায়ক মনজুর হোসেন বাবর ও সদস্য সচিব নিজাম উদ্দিন, ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন, ফেনী জেলা যুবদলের সদস্য দাউদুল ইসলাম মিনার, সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভুঞা ও সদস্য সচিব ইমাম হোসেন পবির, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন ও সদস্য সচিব রাসেল হামিদী সহ উপজেলার সকল ইউনিট অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভুঞা বলেন, ‘ফেনী তথা বাংলাদেশের সূর্য সন্তান বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ভাইকে ফেনী-৩, সোনাগাজীবাসী প্রার্থী হিসেবে পেয়ে আমরা আনন্দিত। নেতাকর্মীরা উনাকে বিজয় করার জন্য উম্মুখ হয়ে আছে।’