হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে বগুড়ায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

রায় ঘোষণার পরপরই শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দমিছিল হয়েছে। একইসাথে পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয়ার ঘটনাও ঘটেছে।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস
বগুড়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
বগুড়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ |নয়া দিগন্ত গ্রাফিক্স

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণাকে কেন্দ্র করে বগুড়ায় আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পরপরই শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দমিছিল হয়েছে। একইসাথে পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয়ার ঘটনাও ঘটেছে।

রায় ঘোষণার পর বগুড়া শহরের সাতমাথা এলাকায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা আনন্দমিছিল বের করে। পরে জুলাইস্তম্ভের সামনে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় আগেই ভেঙে ফেলা আওয়ামী লীগ অফিসে আগুন দিলে পুলিশ স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে, জলেশ্বরীতলার অস্থায়ী কার্যালয় থেকে আনন্দ মিছিল নিয়ে সাতমাথার জুলাইস্তম্ভে সমবেত হয় এনসিপির নেতাকর্মীরা। পুরো শহরে রায়কে কেন্দ্র করে এক ধরনের সতর্ক অবস্থান বিরাজ করে।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, ‘সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে। শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।’