রাজশাহী আঞ্চলিক কেন্দ্র

বাউবি এমবিএ (বাংলা মাধ্যম) প্রোগ্রামের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতিত্ব করেন রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো: ওয়াহিদুজ্জামান আহমেদ।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে বাউবি এমবিএ (বাংলা মাধ্যম) প্রোগ্রামের ওরিয়েন্টেশন প্রোগ্রাম
রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে বাউবি এমবিএ (বাংলা মাধ্যম) প্রোগ্রামের ওরিয়েন্টেশন প্রোগ্রাম |নয়া দিগন্ত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত এমবিএ (বাংলা মাধ্যম) প্রোগ্রামের ১০ম ব্যাচে ভর্তি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুক্রবার (২৯ আগস্ট) রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের লাইব্রেরি কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সম্পূর্ণ বাংলা মাধ্যমে প্রবর্তিত এমবিএ প্রোগ্রামে পড়া-শুনা, আধুনিক বিশ্বে মুক্ত বাজার অর্থনীতিতে ব্যবসা প্রশাসনের ভূমিকা, বিশ্বায়নে বাংলাদেশের অর্থনীতির অবস্থান, এমবিএ (বাংলা মাধ্যম) প্রোগ্রামের কোর্স কারিকুলাম এবং ডিজিটাল শিক্ষা সেবা বিষয়ে আলোকপাত করা হয়।

রিসোর্স পারসন হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউবি ওপেন স্কুলের সহযোগী অধ্যাপক ড. জাহেদ মাননান। তিনি শিক্ষার্থীদের সহজ ভাষায় প্রোগ্রামের উপর দিক নির্দেশনা দেন।

অনুষ্ঠান উপস্থাপনা করেন উপ-আঞ্চলিক পরিচালক উম্মে সালমা নাজিফা এবং সার্বিক সহযোগিতায় ছিলেন আঞ্চলিক কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা মো: আরিফুল ইসলাম।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতিত্ব করেন রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো: ওয়াহিদুজ্জামান আহমেদ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে রিসোর্স পারসন ড. জাহেদ মাননান ও অনুষ্ঠানের সভাপতি মো: ওয়াহিদুজ্জামান আহমেদ শিক্ষার্থীদের প্রশ্নোত্তর সন্তোষজনক জবাব দেন।