কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহায়তায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে অ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে মোট ১২ জন শিক্ষার্থীকে এই ডিভাইস বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: বিল্লাল হোসেন। এ সময় তিনি পাঁচজন শিক্ষার্থীকে হুইল চেয়ার, ছয়জন শিক্ষার্থীকে শ্রবণযন্ত্র এবং একজন শিক্ষার্থীকে স্ক্র্যাচ তুলে দেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো: মামুন সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আব্দুল মান্নান এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপস্থিত ছিলেন।