পাবনায় বিস্ফোরক মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

ভাঙ্গুড়ায় উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হকের ব্যক্তিগত অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটনায় মামলা দায়ের করা হয়।

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

Location :

Chatmohar
গোলাম হাফিজ রঞ্জু
গোলাম হাফিজ রঞ্জু |নয়া দিগন্ত

পাবনায় বিএনপির দলীয় কার্যালয়ে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গোলাম হাফিজ রঞ্জুকে গ্রেফতার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) ভোররাত ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

হাফিজ রঞ্জু পৌরশহরের পাটুলিপাড়া সরকারপাড়ার মরহুম গোলাম মওলার ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

মামলার সূত্রে জানা গেছে, পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হকের ব্যক্তিগত অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটনায় মামলা দায়ের করা হয়। এ মামলায় আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ১৮জন নেতাকর্মীসহ আরো অজ্ঞাত ৪০-৫০ জনকে অভিযুক্ত করা হয়। গত ১২ মে উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি-কর্মী ময়ছের আলী ভাঙ্গুড়া থানায় মামলাটি করেন।

ভাঙ্গুড়া থানার পুলিশ পরিদর্শক (প্রশাসন) শফিকুল ইসলাম জানান, ডেভিল হান্ড অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগ নেতা রঞ্জুকে থানা হেফাজতে নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বুধবার (২ জুলাই) তাকে কারাগারে পাঠানো হবে।