রাজশাহীর দুর্গাপুরে গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় দুই মাদককারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার জয়কৃষ্ণপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসির একটি আভিযানিক দল অভিযুক্তদের গতিবিধি পর্যবেক্ষণ করে। পরে রাতে অভিযান চালিয়ে বাজারের ব্যাগে রাখা এক কেজি ৪০০ গ্রাম গাঁজা, একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদককারবারিরা হলেন- রেজ্জাক আলীর ছেলে জয়নাল আলী (৩৮) এবং মরহুম শুকুর মোল্লার ছেলে মজনু মোল্লা (৫০)। তারা উভয়েই জয়কৃষ্ণপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
র্যাব-৫ আরো জানায়, তারা এলাকার চিহ্নিত মাদককারবারি এবং সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।