সিলেটে ৭২ ঘণ্টায় এসএমপির অভিযানে আটক ১৫১

এ সময় তাদের কাছ থেকে মোবাইল, ইয়াবা ট্যাবলেট, গাঁজা-মদ, জুয়ার সরঞ্জামাদি এবং চোরাইপণ্য জব্দ করা হয়েছে। আদালতের নির্দেশে আটক সবাইকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী
সিলেট মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী |নয়া দিগন্ত

সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী দায়িত্ব গ্রহণের পর থেকেই অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করছে এসএমপি। গত ৭২ ঘণ্টায় মহানগর এলাকায় ছুরি-ছিনতাইকারী, মাদক কারবারি, হত্যা মামলার আসামিসহ বিভিন্ন মামলায় ১৫১ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম দৈনিক নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত থেকে রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের ধারাবাহিক অভিযানে এসব গ্রেফতার করা হয়। তাদের মধ্যে বেশিভাগই মাদক কারবারি, এছাড়াও অন্যান্য অপরাধে জড়িত কয়েকজন রয়েছেন।

তিনি জানান গত শনিবার দিবাগত রাত ১২টা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত পৃথক অভিযানে ৪৯ জনকে আটক করা হয়। সব মিলিয়ে তিন দিনে এসএমপি আওতাধীন এলাকা থেকে মোট ১৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল, ইয়াবা ট্যাবলেট, গাঁজা-মদ, জুয়ার সরঞ্জামাদি এবং চোরাইপণ্য জব্দ করা হয়েছে। আদালতের নির্দেশে আটক সবাইকে জেল হাজতে পাঠানো হয়েছে।

নবনিযুক্ত কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘অপরাধ শূন্যে না আসা পর্যন্ত সিলেটে অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় এসএমপির জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।’