নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, টংগিবাড়ির অর্ক ঘোষকে ২০ হাজার টাকা জরিমানা

এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক অর্ক ঘোষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি স্বাস্থ্যসম্মত ও পরিষ্কার পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুতের জন্য তাকে কঠোর নির্দেশনা দেয়া হয়।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা |ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ি ও সদর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে মনিটরিং অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত টংগিবাড়ি উপজেলার আলদি বাজার ও সদর উপজেলার ধলাগাঁও বাজারে এ অভিযান পরিচালিত হয়।

আলদি বাজারে অবস্থিত রুমা সুইটমিটে মনিটরিংকালে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই, রসমালাই, নিমকি প্রভৃতি খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছে। এছাড়া প্রস্তুত মিষ্টি উন্মুক্ত অবস্থায় সংরক্ষণ করা হয় এবং দই ও রসমালাইয়ের পাত্রে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ নেই।

এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক অর্ক ঘোষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি স্বাস্থ্যসম্মত ও পরিষ্কার পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুতের জন্য তাকে কঠোর নির্দেশনা দেয়া হয়।

অন্যদিকে সদর উপজেলার ধলাগাঁও বাজারে মেসার্স সাফিয়া এন্টারপ্রাইজ নামক একটি এলপিজি গ্যাস ডিলার পয়েন্টে মনিটরিংকালে গ্যাসের সরবরাহ কম পাওয়া যায়। এ সময় ডিলারকে বিভিন্ন বাজারে চাহিদা অনুযায়ী গ্যাস সিলিন্ডার সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: জামাল উদ্দিন মোল্লা, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম।