নারায়ণগঞ্জ প্রতিনিধি ও ফতুল্লা সংবাদদাতা
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে মা রোকছানা (৫০) ও মেয়ে লামিয়ার (২২) মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফতুল্লা থানার শিয়াচর বড় বাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওই এলাকার আমির হোসেন মরহুম রোকছানার স্বামী ও লামিয়ার বাবা।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ ঘরের বিদ্যুৎ দিয়ে মোটর চালু করতে যান রোকছানা বেগম। মোটরে হাত দেয়া মাত্র বিদ্যুতায়িত হন তিনি। বিষয়টি বুঝতে পেরে মাকে বাচাঁতে এগিয়ে আসে মেয়ে লামিয়া। তখন তিনিও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মা-মেয়ের লাশ খানপুর হাসপাতালে রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।