নেত্রকোনায় চাঞ্চল্যকর শিশুকে গণধর্ষণ ও আত্মহত্যা প্ররোচনা মামলায় তিন ধর্ষণকারীকে মৃত্যুদণ্ড দিয়েছে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের একটি আদালত। এছাড়া প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডের আদেশও দেয়া হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে আদালতে আসামিদের উপস্থিতিতে ওই ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ ড. এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন।
সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, বিগত ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় সদর উপজেলার ঠাকুরাকোনা রেল সংলগ্ন বসবাসরত জনৈক ব্যক্তির ১৪ বছর বয়সী মেয়েকে কৌশলে পাশের একটি ফিশারিতে ডেকে নিয়ে তিন বন্ধু অপু, মামুন ও সুলতান পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় ফিশারি থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরদিন সকালে বাড়ির পরিত্যক্ত ঘর থেকে শিশুটির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
পরে শিশুটির মা তিন ধর্ষণকারীর বিরুদ্ধে বারহাট্রা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে হত্যা মামলা দায়ের করেন। ধর্ষক তিন আসামি মামলা তুলে নেয়ার জন্য হুমকি-ধামকি দিতে থাকে।
মামলা চলাকালে আদালতের আদেশে কবর থেকে লাশ উত্তোলন করে সুরতহাল ও ময়নাতদন্তের পর আবারো লাশ দাফন করা হয়। এরপর পুলিশ অভিযুক্ত তিন আসামিকে গ্রেফতার করে।
মামলায় উপযুক্ত সাক্ষ্য-প্রমাণ ও উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দীর্ঘ নয় বছর পর বিচারক উপরো রায় দেন।