বরগুনায় রাতের আধাঁরে ‘সর্বাত্মক শাটডাউন’ লিখে বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্রলীগের তালা

রোববার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বামনা উপজেলা সভাপতি হাসিবুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি তালাবদ্ধ প্রতিষ্ঠানের ছবি পোস্ট করেন।

গোলাম কিবরিয়া, বরগুনা

Location :

Barguna
রাতের আধাঁরে সর্বাত্মক শাটডাউন’ লিখে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের তালা
রাতের আধাঁরে সর্বাত্মক শাটডাউন’ লিখে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের তালা |নয়া দিগন্ত

রাতের আঁধারে বরগুনার বামনা উপজেলায় কয়েকটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ফটকে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে। একইসাথে ফটকগুলোতে ‘সর্বাত্মক শাটডাউন’ লেখা একটি কাগজও লাগিয়ে রাখতে দেখা যায়।

রোববার (১৬ নভেম্বর) সকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বামনা উপজেলা সভাপতি হাসিবুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি তালাবদ্ধ প্রতিষ্ঠানের ছবি পোস্ট করেন।

সেখানে তিনি লেখেন, ‘১৬ ও ১৭ নভেম্বর ‘সর্বাত্মক শাটডাউন কর্মসূচি’র সমর্থনে বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়, বুকাবুনিয়া ভূমি অফিস ও বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় গেট তালাবদ্ধ।‘

এর আগে অপর একটি পোস্টে হাসিবুর রহমান লেখেন, ‘১৬ ও ১৭ নভেম্বর ‘সর্বাত্মক শাটডাউন কর্মসূচি’র সমর্থনে বরগুনার বামনা সরকারি কলেজের গেট তালাবদ্ধ।’

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হারুন অর রশিদ হাওলাদার জানান, এমন ঘটনার খবর শুনে দ্রুত ওই এলাকা পরিদর্শন করা হয়েছে। কে বা কারা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদে দ্বন্দ্ব রয়েছে। এছাড়া ভূমি অফিসের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে এবং স্কুলেও দ্বন্দ্ব রয়েছে।’