আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
সোমবার (০১ সেপ্টেম্বর) রাতে নগরীর সি.কে. ঘোষ রোডের একটি অভিজাত রেস্তোরাঁয় এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন সুজনের পরিচালনায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলাম দেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকারে গেলে দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাটসহ কোনো অন্যায় থাকবে না। ময়মনসিংহ-৪ আসনের জনগণ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে বাসিন্দাদের চাহিদা ও পরামর্শ মোতাবেক মানুষের কল্যাণে কাজ করব। জলাবদ্ধতা ও গ্যাস সংকট দূর করব, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত আসন উপহার দেবো।’
তিনি আরো বলেন, ‘সবার জন্য শিক্ষা, কর্ম, বাসস্থান ও স্বাস্থ্য একটি মানবিক, আধুনিক এবং আত্মনির্ভর ময়মনসিংহ গড়ে তোলাই আমাদের স্বপ্ন।’ তিনি ন্যায়বিচারে সমৃদ্ধ একটি আলোকিত ময়মনসিংহ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, বায়তুলমাল সম্পাদক গোলাম মহসীন খান, প্রচার বিভাগের সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল বারী, অফিস বিভাগের সেক্রেটারি খন্দকার আবু হানিফ।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার মো: সাইফুল ইসলাম, বাংলা ভিশন ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার অমিত রায়, এনটিভির স্টাফ রিপোর্টার এম আইয়ুম আলী, দৈনিক স্বজনের সম্পাদক মো: শাহজাহান, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার তানভীর হাসান, দৈনিক আজকের খবরের প্রকাশক শামছুদোহা মাসুম, দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার নিয়ামুল কবির সজল, সিনিয়র সাংবাদিক এম এইচ এম মোতালিব, দৈনিক দিনকালের প্রতিনিধি আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর, জাগো নিউজ প্রতিনিধি কামরুজ্জামান মিন্টু, আরটিভি প্রতিনিধি মোজাম্মেল খোকন, ডিবিসি নিউজের প্রতিনিধি রাকিবুল ইসলাম রুবেল, গাজী টিভির প্রতিনিধি কাজী মোস্তুফা মুন্না, মাছরাঙা টিভির প্রতিনিধি শরিফুজ্জামান টিটু, সাংবাদিক শহীদুল ইসলাম খসরু, আব্দুল মতিন, এটিএন নিউজের প্রতিনিধি শাহ আলম উজ্জল, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান, দৈনিক আমার দেশ প্রতিনিধি মো: আব্দুল কাইয়ুম, দৈনিক যায়যায় দিন প্রতিনিধি এম এ মুছা প্রমুখ।