বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার ইসলাদী বাস স্ট্যান্ড এলাকায় একটি বিআরটিসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ খবর পাওয়া যায়।
উজিরপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, বরিশাল থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রাকালে ইসলাদী বাস স্ট্যান্ডে পৌঁছানোর পর বাসটিতে আগুন লাগে। খবর পাওয়ার পরই উজিরপুর ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরো বলেন, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। এছাড়া বাসে কেউ হতাহত হয়েছেন কি না সে বিষয়েও এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।



