নাটোরের চলনবিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

এ সময় খালের দু’পাশ জুড়ে হাজারো নারী-পুরুষ ও বউ-ঝিয়ের সমাগম ঘটে। ছোট ডিঙি নৌকায় পুরোনো দিনের গ্রাম বাংলা ঐতিহ্য ফুটে উঠে।

সিংড়া (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
চলনবিলে নৌকা বাইচ
চলনবিলে নৌকা বাইচ |নয়া দিগন্ত

নাটোরের সিংড়ায় চলনবিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নিয়ামত খালে জয়নগর গ্রামের যুব সমাজের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ সময় খালের দু’পাশ জুড়ে হাজারো নারী-পুরুষ ও বউ-ঝিয়ের সমাগম ঘটে। ছোট ডিঙি নৌকায় পুরোনো দিনের গ্রাম বাংলা ঐতিহ্য ফুটে উঠে।

প্রতিযোগিতায় আশপাশের দশ গ্রাম থেকে ১২টি ডিঙি নৌকা অংশ নেয়। এর মধ্যে খরসতি যুবসমাজের সোনার তরী নৌকা চ্যাম্পিয়ন এবং একই গ্রামের সোনার বাংলা নৌকা রানার আপ হয়।

নৌকা বাইচ শেষে বিজয়ীদের হাতে এলইডি টিভি পুরস্কার তুলে দেন যুব সমাজের প্রতিনিধি ও থানা বিএনপির অন্যতম সদস্য সাইদুর রহমান সাধু।

অনুষ্ঠানে যুব সমাজের প্রতিনিধি শফিউল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান, বিএনপি নেতা বেনজির আহমেদ, যুব সমাজের প্রতিনিধি আব্দুস সবুরসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।