ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ‘গোটা মানবজাতির জন্য রাসুলের (সা:) জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। নবীজীর (সা:) সীরাত ও ছুরতের অনুসরণ আমাদেরকে সোনার মানুষে পরিণত করতে পারে। তরুণ প্রজন্মের শিক্ষার্থীদেরকে কুরআন ও হাদীস অধ্যয়নের পাশাপাশি এর অনুসরণের প্রতি জোর দিতে হবে। তাহলে গোটা জাতি উপকৃত হবে। আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চাই। এজন্য শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদেরকে কাজ করতে হবে।’
মঙ্গলবার (১৪ অক্টোবর) শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা নাজিরেরগাঁও শাখার সীরাত প্রতিযোগিতা, বার্ষিক তামাদ্দুনিক প্রতিযোগিতা ও সীরাতুন্নবী (সা:) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সীরাত পাঠ প্রতিযোগিতা, বার্ষিক তামাদ্দুনিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেয়া হয়।
মাওলানা হাবিবুর রহমান বলেন, ‘চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রসমাজের ভুমিকা বিশ্বের বুকে আমাদেরকে নতুনভাবে পরিচিত করেছে। গণঅভ্যুত্থানের পরও দেশে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজী বন্ধ না হওয়া জাতির জন্য দুঃখজনক। এজন্য ছাত্রসমাজকে সোচ্চার হতে হবে। আগামী দিনে জাতিকে নেতৃত্ব দিতে তাদেরকে মেধা ও নৈতিকতার শক্তিতে বলীয়ান হতে হবে।’
শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, সিলেটের প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দীর সভাপতিত্বে, নাজিরেরগাঁও শাখার ইনচার্জ মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার ও সীরাত সপ্তাহ উদযাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সিদ্দিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামিক স্কলার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও শাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো: ফয়জুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা নাজিরেরগাঁও শাখার সভাপতি হাফিজ আব্দুল হাই হারুন ও শাবিপ্রবি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারি মাওলানা মতিউর রহমান।ৎ
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আলেমে দ্বীন মাওলানা খলীলুর রহমান, সাবেক ইনচার্জ মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আব্দুল হাফিজ মাসুদ, মাওলানা মতিউর রহমান, মাওলানা ইমদাদুল হক ফয়েজী, মাওলানা আনওয়ার হোসাইন, মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা হানিফ হোসাইন, দৈনিক নয়া দিগন্ত সিলেটের স্টাফ রিপোর্টার সাংবাদিক এমজেএইচ জামিল, ফটো সাংবাদিক জয়নাল আবেদীন আজাদ, জামেয়ার শিক্ষক ওবায়দুল হক, মতিউর রহমান, শাহীন আলম, খোরশেদ আলম মহসিন, শেখ ইউনুছ আলী, আজিজুর রহমান, মেহেদী হাসান, আলা উদ্দীন, মাওলানা আব্দুল খালিক, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা আমীর হোসাইন ও কায়েস আহমদ।