বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, ‘নভেম্বর মাসেই জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন আদেশের উপর একটি গণভোট চাই। অবিলম্বে গণভোটের মাধ্যমে পাশ করা আদেশের ভিত্তিতেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।’
শুক্রবার (৩১ অক্টোবর) সদরের নুনগোলা ডিগ্রি কলেজ অডিটরিয়ামে জামায়াতে ইসলামী বগুড়া সদর পশ্চিম জোনের নির্বাচনী কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা সোহেল বলেন, ‘কোনো কোনো মহল নির্বাচনের ব্যাপারে রিউমার ছড়াচ্ছে। মনগড়া বক্তব্য দিয়ে সন্দেহ ও সংশয় সৃষ্টি করছে। এসব ব্যাপারে সজাগ ও সতর্ক থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানাই।’
তিনি বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় ৩১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে বহু আলাপ-আলোচনা ও বিচার বিশ্লেষণের মাধ্যমে প্রায় ৮০টি বিষয়ে আমরা একমত হয়েছি। তারপরে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। কোনোভাবেই জাতীয় ঐক্য ব্যাহত করা যাবে না। ফ্যাসিবাদ ফিরে আসুক তা আমরা কিছুতেই চাই না। আমরা গণতন্ত্র চাই। গণতন্ত্র ব্যাহত হতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাই।’
এছাড়া আবিদুর রহমান সোহেল বিকেলে ২০ নম্বর ওয়ার্ডের ইছাইদহ গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সহকারী সেক্রেটারি রফিকুল আলম, শাহীন মিয়া, মাস্টার শামসুজ্জামান, ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।
এছাড়া বিকেলে বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকায় শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন।
শ্রমিক নেতা নুর আলমের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আব্দুল মতিন, শহর সভাপতি আজগর আলী ও সেক্রেটারি আনোয়ারুল ইসলাম।



