সুবিশাল ক্যাম্পাসে গাছের ডালে পাখিদের নিরাপদ বসবাসের জন্য দেড় শতাধিক আশ্রয়স্থল গড়ে তুলেছে সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ক্যাম্পাসে পাখির অভয়াশ্রম স্থাপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান।
এ সময় অধ্যক্ষ আজিজুর রহমান বলেন, ‘মানুষ ও প্রকৃতি একে অপরের পরিপূরক। নিজেদের ভালো রাখতে হলে প্রকৃতি ও পরিবেশকে ভালো রাখতে হবে। ঘূর্ণিঝড় ও বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশকে রক্ষা করার জন্য প্রচুর গাছ রোপণ করতে হবে।’
সবাইকে জীবজগতের প্রতি দয়াশীল আচরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের শুধু লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, নিজ নিজ অবস্থান থেকে সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে হবে এবং দেশের কল্যাণে ভূমিকা রাখতে হবে।’
এছাড়া পাখিদের আশ্রয়স্থল নির্মাণে শিক্ষার্থীদের উদ্যোগকে তিনি স্বাগত জানান এবং এ ধরনের কার্যক্রমে কলেজের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন আলোকায়ন ফাউন্ডেশনের সহায়তায় জীববিজ্ঞান ও ভূগোল বিভাগের ব্যবস্থাপনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক সিরাজুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, প্রভাষক মিত্র তাপস কুমার ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল কাদের।
এ সময় কালিগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মোসলেম উদ্দীন, মো: মহিউদ্দীন, রবিউল ইসলাম, শরীফুজ্জামান শরীফ, নজরুল ইসলাম, মনিরুল ইসলাম, রুহুল আমিন, তাহমিনা পারভীন, রেশমা খাতুন, মৌমিতা মল্লিক, এস কে রাজিব আহমেদ রাজ, শেখ মোজাফফর হোসেন, রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রভাষক গোবিন্দ দুলাল বর, কালিগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী অপূর্ব বর, আজমীর হোসেন, জিৎ ধর, শেখ আজমল আবির, লাবিব হাসান, শেখ সাজিদুল আহম্মেদ, পরমা দাস, মোহিনী মিত্র, নম্রতা ঘোষ, নওশিন নুহা, আনিসা মাহাজাবিন, মাসুদুর রহমান, রাদিত কবির ওশান, মালিহা মেহনাজ মুহী ও অর্ক বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।



