বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে কৃষক কার্ড, মা-বোনদের ফ্যামিলি কার্ড ও বেকার ভাতা দেওয়া হবে বলে বক্তব্য দিয়েছেন নাটোর -১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের মনোনয়ন পাওয়া পার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
পুতুল বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ও বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য এবং নাটোর জেলার যুগ্ম আহ্বায়ক।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাগাতিপাড়া সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেন পুতুল। এসময় তমালতলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তিনি আরো বলেন, দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। মামলার ভয়ে কাউকে ঘর থেকে পালিয়ে থাকতে হবে না, কেউ গুমের শিকার হবে না। এবং দিন আনা দিন খাওয়া মানুষদের কথা চিন্তা করে দ্রব্যমূল্যের দাম ক্রয় সীমার মধ্যে নিয়ে আসা হবে।
নির্বাচনী এই গণসংযোগে পুতুলকে ফুলের মালা ও ফুলের পাপড়ি ছিটিয়ে গণসংবর্ধনা দেন ইউনিয়নের হাজারো নেতাকর্মী। এসময় বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।



