সিলেটে পরিত্যক্ত ঘর থেকে একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
বুধবার (২৬ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করেন র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের মোল্লাগাঁও খিদিরপুর এলাকার একটি এলপিজি ফিলিং স্টেশনের পাশের একটি ঘর থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রাথমিক পর্যালোচনায় এটি গত বছরের জুলাই মাসে ‘বিপ্লব চলাকালীন’ সিলেট এলাকার একটি থানা থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেড বলে ধারণা করা হচ্ছে। গ্রেনেডটি সাধারণত দাঙ্গা বা রায়ট নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়ে থাকে। জব্দ গ্রেনেডটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ সুরমা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



